সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি | SAU Admission Circular 2022

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিজ্ঞপ্তি | Sylhet Agricultural University

২০২১-২২ সেশনের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে। যদি আপনি কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবদেন চান তাহলে সম্পূর্ণ পোস্টটি পড়তে পারেন। আপনি আমাদের সাইট থেকে জানতে পারবেন কিভাবে ভর্তির আবেদন করতে পারবেন, আবদেন করার নূণ্যতম যোগ্যতা, শর্তাবলি। এসব তথ্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় তাদের ওয়েব সাইট https://sau.ac.bd/ তে প্রকাশ করেছে।।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তির বিজ্ঞপ্তি

ভর্তির জন্য শর্তাবলি

  • যারা ২০১৮ – ১৯ সালে সাইন্স গ্রুপ থেকে এসএসসি বা তার সমতুল্য পরীক্ষা দিয়ে পাশ করে বা ২০২০ – ২১ সালে এইসএসসি পরীক্ষা দিয়ে পাশ করে তারা ভর্তির জন্য আবদেন করতে পারবে।
  • নূন্যতম  জিপিএ ৬.৫০ লাগবে।৪ সাবজেক্ট এ জিপিএ ৩.০০ এর নিচে থাকলে হবে না।
  • ফিজিক্স, কেমেস্ট্রি, ম্যাথমেটিকস আর বায়োলজিতে অবশ্যই ৩.০০ থাকতে হবে এবং এসএসসি, এইসএসসি বা তার সমতুল্য পরীক্ষায় ইংরেজিতে ২.০০ থাকতে হবে।

আরো পড়ুন….
দিনাজপুর বোর্ডের এসএসসির স্থগিত (৪টি পরীক্ষার) রুটিন ২০২২

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তির বিজ্ঞপ্তি আবেদনের প্রক্রিয়া

অনলাইনে SAU তে ভর্তির আবেদন করতে হবে। আবেদনের ফি ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং বা সিউর ক্যাসের মাধ্যমে দিতে হবে।

আবেদনের নিয়মাবলী

  • আবেদন করার সকল নিয়ম অফিসিয়াল সাইট admission-agri.org তে দেয়া আছে। সেখানে গিয়ে ধাপে ধাপে আবদেনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
  • আবেদন করার সময় একটি ফোন নাম্বার দিতে হবে। আবেদনকারীর নিজের নাম্বার দিলে ভালো হয়।  কারণ উক্ত নাম্বারে ভর্তি পরীক্ষা রিলেটেড সকল তথ্য, পিন কোড, লগিন পাসওয়াড সব কিছু  SMS এর মাধ্যমে দেওয়া হবে।
  • যদি কোন কোটা থাকে তাহলে প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান কপি Online আবেদন ফরমের যথা স্থানে Upload করতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *