সিম রেজিস্ট্রেশন পরিবর্তন করার নিয়ম | সিমের মালিকানা পরিবর্তন করার নিয়ম
আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের বলবো সিম রেজিস্ট্রেশন পরিবর্তন করার নিয়ম। বর্তমানে আমরা ছোট বয়স থেকেই সিম ব্যবহার শুরু করি। কিন্তু সিম রেজিস্ট্রেশন করার জন্য ভোটার আইডি কার্ড প্রয়োজন হয়। তো আমরা সবাই জানি ১৮ বছরের নিচে ভোটার আইডি কার্ড পাওয়া যায় না। তাই আমাদের অন্য কারো সাহায্য নিতে হয় সিম কেনার জন্য। তো আমি চিন্তুা করলাম সিম রেজিস্ট্রেশন পরিবর্তন করার নিয়ম আপনাদের সাথে শেয়ার করি। আমি বিষয়টা প্রথমেই একটু পরিষ্কার করে দিতে চাই সিমের মালিকানা পরিবর্তন করার জন্য অবশ্যই আপনাদের কিছু ডকুমেন্ট এর প্রয়োজন পড়বে। তো সিম রেজিস্ট্রেশন পরিবর্তন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে বা টাকা লাগবে কি না আর লাগলেও কত টাকা লাগবে। এসব কিছু পরিষ্কার করে বুঝিয়ে বলবো।
মনে করুন আপনি আপনার এক বড় ভাইকে দিয়ে একটি সিম কিনে ছিলেন। আর এখন চাচ্ছেন সেই সিমটির রেজিস্ট্রেশন পরিবর্তন করতে বা সিমটির মালিকানা পরিবর্তন করতে। এর জন্য আপনি যে কোম্পানির সিম কিনেছেন তার কাস্টম কেয়ারে যেতে হবে বা এমন কোনো শপে যেতে হবে যেখানে বায়ো-মেট্রিক পদ্ধতিতে সিম বিক্রি করে । ধরুন আপনি বরি সিম কিনেছেন। তো আপনাকে আশে পাশের রবি কাস্টমার কেয়ার বা সিম বিক্রি করে এমন দোকানে যেতে হবে।
সিম রেজিস্ট্রেশন পরিবর্তন করতে যা যা প্রয়োজন হবে
- সিম রেজিস্ট্রেশন পরিবর্তন করার জন্য আপনার কোন টাকা লাগবে না।
- যার নামে সিম রেজিস্ট্রেশন তার NID ও ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন হবে। তাই তাকে সাথে করে নিয়ে যেতে হবে।
- আর যার নামে সিমটি নতুন করে রেজিস্ট্রেশন করা হবে একই ভাবে তারও NID ও ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন হবে।
এখন আবার অনেকর মনেই এই প্রশ্ন হতে পারে। সকল সিমেরই কি একই ভাবে সিম রেজিস্ট্রেশন পরিবর্তন করা যায়? উত্তর হবে হ্যাঁ। শুধু কিছু জিনিস ভিন্ন। যেমন : রবি সিম রেজিস্ট্রেশন পরিবর্তন করার জন্য রবি কাস্টমারর কেয়ারে বা রিটেল পয়েন্টে যেতে হবে।
আবার গ্রামীণ বা বাংলালিক সিমের রেজিস্ট্রেশন পরিবর্তন করতে আপনাকে গ্রামীণ বা বাংলালিক সিমের কাস্টমার কেয়ারে বা রিটেইল পয়েন্টে যেতে হবে।
বিভিন্ন সিমের সেবা কেন্দ্রের ঠিকানা জানার ইউএসডি কোড
- রবি সিমের সেবা কেন্দ্রের ঠিকানা জানতে *123*8*4# ডায়াল করুন।
- এয়ারটেল সিমের সেবা কেন্দ্রের ঠিকানা জানতে *121*6# ডায়াল করুন।