রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট ২০২২ | SSC Result 2022
আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তবে যেহেতু আপনাদের রেজাল্ট ২দিন পরেই প্রকাশিত হচ্ছে। তাই সবার মাঝে একটা অস্থিরতা বা চিন্তার ছাপ রয়েছে। আজকে আপনাদের জানাবো রোল নাম্বার দিয়ে এসএসসি বা দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে। তাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ আর্টিকেল পড়ুন।
রোল নাম্বার দিয়ে এসএসসি ও দাখিল ২০২২ রেজাল্ট দেখার নিয়ম
আপনারা সকলেই অবগত আছেন এসএসসি ও দাখিল ২০২২ সালের পরীক্ষার রেজাল্ট আগামী ২৮ নভেম্বর রোজ সোমবার সকাল ১১টায় প্রকাশিত হবে।
রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট
আপনারা অনলাইনে, নিজ প্রতিষ্ঠানে বা এসএমএসের মাধ্যমে রেজাল্ট জানতে পারবেন। রেজাল্ট জানার জন্য সাধারণত রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার প্রয়োজন হয়। তবে আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে শুধু রোল নাম্বার দিয়ে এসএমএসের মাধ্যমে রেজাল্ট জানা যায়।
রোল নাম্বার দিয়ে এসএসসি ও দাখিল পরীক্ষার রেজাল্ট এসএমএসের মাধ্যমে
শুধু রোল নাম্বার দিয়ে রেজাল্ট দেখার জন্য প্রথমে আপনাকে মোবাইলের মেসেজ অপশনে চলে যেতে হবে। তারপর টাইপ করতে হবে
SSC <space> আপনি যে বোর্ডে পরীক্ষা দিয়েছেন তার প্রথম ৩ অক্ষর <space> এসএসসি রোল নাম্বার <space> 2022 লিখে পাঠিয়ে দিন 16222 নাম্বারে।
Example:
SSC DHA 234567 2022 and Send to 16222
এভাবে মেসেজ পাঠিয়ে আপনার কাক্ষিত রেজাল্টটি শুধু মাত্র রোল নাম্বার দিয়ে পেয়ে যেতে পারেন।
মার্কশীট সহ এসএসসি পরীক্ষা রেজাল্ট দেখুন
আপনার খুব সহজেই মার্কশীট সহ রেজাল্ট জানতে পারবেন। এর জন্য যেতে হবে কোথাও। মার্কশীট সহ রেজাল্ট দেখার জন্য ভিজিট করুন eboardresults.com/v2/home এই সাইটি।
সাইটে প্রবেশ করে প্রথমেই আপনার Examination সিলেক্ট করবেন (Ssc/Dakhil/Equivalent).
এরপর Year (2022) সিলেক্ট করবেন।
তারপর আপনার বোর্ডের নাম সিলেক্ট করবেন।
Result Type এ (Individual Result) সিলেক্ট করবেন।
সব শেষে আপনার রোজ নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ক্যাপচাটা পূরণ করে Get Result এ ক্লিক করুন। আর সাথে সাথে মার্কশীট সহ রেজাল্ট পেয়ে যান।
2 Comments