ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপ | প্রতি মিনিট কথা বলুন মাত্র ৪৬ পয়সাতে যে কোন লোকাল নাম্বারে

বিলিয়ান্ট কানেক্ট বাংলাদেশের মধ্যে একটি জনপ্রিয় কলিং অ্যাপ। এর জনপ্রিয়তা পাবার যথেষ্ট কারণ রয়েছে। একমাত্র বিলিয়ান্ট কানেক্ট অ্যাপেই ৪৬ পয়সা মিনিট কথা বলা যায় যে কোন লোকাল নাম্বারে সাথে থাকছে আরো মজার মজার ফিচার। আজকে জানবো কিভাবে বিলিয়ান্ট অ্যাপ ডাউনলোড করে, কিভাবে বিলিয়ান্ট অ্যাপে একাউন্ট করে, এর কি কি ফিচার রয়েছে আর কিভাবে অ্যাপের মধ্যে রিচার্জ করে।

বিলিয়ান্ট কানেক্ট অ্যাপ ডাউনলোড | Brilliant Connect Download

বিলিয়ান্ট কানেক্ট ডাউনলোড করার জন্য আপনাকে প্লে-স্টোরে গিয়ে সার্চ বারে Brilliant Connect লিখে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয় প্লাটফর্ম এর জন্যই রয়েছে।  Play Store এ এর ডাউনলোড সংখ্যা ১০ লক্ষেরও অধিক। আর ৪.২★ রেটিং রয়েছে ৭৭ হাজারটি।

ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপ কি?

ব্রিলিয়ান্ট কানেক্ট হলো একটি ফ্রি কলিং এবং মেসেজিং অ্যাপ। এর মাধ্যমে Wifi বা Data ব্যবহার করে ফ্রিতে কল করা। নিচের নাম্বার গোপন রেখেও যে কোন লোকাল নাম্বারে কল করা যায়।  সেক্ষেত্রে প্রতি মিনিট ৪৬ পয়সা করে চার্জ লাগবে।

বিলিয়ান্ট অ্যাপের ফিচার সমূহ:

ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপের অনেক ধরণের ফিচার রয়েছে।

  • ব্রিলিয়ান্ট একটি ফ্রি আইপি কলিং অ্যাপ। একজন ব্রিলিয়ান্ট ইউজার আরেক জন ব্রিলিয়ান্ট ইউজারকে চাইলেই একদম ফ্রিতে কল দিতে পারবে।
  • ব্রিলিয়ান্ট অ্যাপে রেজিস্ট্রেশন করলে পাওয়া যাবে ১১ ডিজিটের একটা পার্সোনাল নাম্বার।
  • আলাদা পার্সোনাল নাম্বার দেওয়ার কারণে নিজের নাম্বার হাইড করে সহজেই যে কাউকে কল দেওয়া যাবে।
  • মাত্র ৪৬ পয়সা মিনিটে দেশের যে কোন প্রান্ত থেকে যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন।
  • মেসেঞ্জারের মতো এখানেও রয়েছে চ্যাট করার ফিচার। আর রয়েছে অনেক স্টিকার।
  • ব্রিলিয়ান্ট অ্যাপে একজন আরেক জনের সাথে অডিও বা ভিডিও কলে কথা বলতে পারবে।
  • এছাড়াও ব্রিলিয়ান্ট অ্যাপে রয়েছে ফটো, ভিডিও, ফাইল শেয়ারের মতো সুবিধা।
  •  ব্রিলিয়ান্ট অ্যাপটি বাংলা সাপোর্ট করায় এটা ব্যবহার আরো বেশি সুবিধাজনক হয়েছে।
  • এখানে রয়েছে অসংখ্য বাংলা স্টিকার। সাথে রয়েছে গ্রুপ চ্যাট করার মতো সুন্দর সুবিধা।

ব্রিলিয়ান্ট অ্যাপে একাউন্ট করার নিয়ম:

প্রথমে প্লে-স্টোরে থেকে ব্রিলিয়ান্ট অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। তারপর ধাপে ধাপে সব কিছু পূরণ করে নাম্বার দিয়ে একটা একাউন্ট করে নিতে হবে। তারপর প্রোফাইলে গিয়ে একটা NID CARD দিয়ে একাউন্ট ভেরিফাই করে নিতে হবে। একাউন্ট করা নিয়ে আরো বিস্তারিত অন্য একটি পোস্টে বলা হবে।

ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপে রিচার্জ করার নিয়ম:

ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপে Brilliant to Brilliant ফ্রি কল করা যায়। সাথে ফ্রি ভিডিও কল, ভয়েজ রেকর্ড পাঠানো, ছবি বা ফাইল পাঠানো যায়। কিন্তু ব্রিলিয়ান্ট থেকে অন্য ব্রিলিয়ান্ট ব্যবহার করে না এমন মানুষকে কল করতে চার্জের প্রয়োজন হয়। এর জন্য ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপে টাকা রিচার্জ করতে হয়।

  • ব্রিলিয়ান্ট কানেক্ট Open করে Setting অফশন যেতে হবে।
  • সেখানে নাম্বারে একটি অফশন আছে My Balance এ যেতে হবে।
  • এরপর সেখানে Add Balance নামে আরেক অফশন দেখাবে। সেখানে ক্লিক করতে হবে।
  • ২০ টাকা ব্যালেন্স অ্যাড করতে হবে। কিভাবে করবেন সেটা ওখানে ধাপে ধাপে বলে দেয়া আছে।
  • ব্রিলিয়ান্ট অ্যাপে সর্বনিম্ন ২০টাকা ব্যালেন্স অ্যাড করা যায়।
  • BKASH, ROCKET, DBBL, IBBL, MASTER CARD, Visa Card, Ali Express এর মাধ্যমে Brilliant Connect অ্যাপে Balance add করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *