ট্রাস্ট ব্যাংক হেল্পলাইন নাম্বার | Trust Bank helpline
বাংলাদেশের বেসরকারি সেবাদানকারি একটা প্রতিষ্ঠান হলো ট্রাস্ট ব্যাংক। বিভিন্ন সমস্যা সমাধান বা হেল্পের জন্য জন্য ট্রাস্ট ব্যাংক হেল্পলাইন নাম্বার জেনে রাখা জরুরি। অথবা আপনি যদি ট্রাস্ট ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন বা নতুন গ্রাহক হতে চান তবেও আপনি চাইলে তাদের হেল্পলাইন নাম্বারে কল করে বিস্তারিত জানতে পারবেন।
আপনি যদি ট্রাস্ট ব্যাংক জনিত কখনো কোন সমস্যায় পড়েন তাহল তাদের কাস্টমকেয়ার নাম্বারে কলে করে দ্রুত সমস্যার সমধান করে নিতে পারবেন। আর সমস্যাটি যদি বেশি জটিল হয় তাহলে তাদেরকে কল দিয়ে কিভাবে সেই সমস্যাটির সমধান করা যাবে তা জানতে পারবেন।
ট্রাস্ট ব্যাংক হেল্পলাইন নাম্বার | Trust Bank Helpline Number
ট্রাস্ট ব্যাংক সপ্তাহে ৭ দিন এবং দিন রাত ২৪ ঘন্টাই কাস্টমকেয়ারের সুবিধা দিয়ে থাকে।
16201 এটা হলো ট্রাস্ট ব্যাংকের হেল্পলাইন নাম্বার। দিন রাত ২৪ ঘন্টাই তাদের কল সেন্টার চালু থাকে। আপনি যে কোন সময় কল দিয়ে আপনার প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারবেন।
ট্রাস্ট ব্যাংক হেড অফিস
Shadhinata Tower, Bir Srestha Shaheed Jahangir Gate Dhaka Cantonment, Dhaka-1206.
এটি হলো ট্রাস্ট ব্যাংকের হেড অফিসের ঠিকানা। আপনারা চাইলে যে কোন সময় চলে যেতে পারেন তাদের হেড অফিসে। আর আপনাদেন সমস্যার সমধান করতে পারবেন।
ট্রাস্ট ব্যাংকের প্রধান শাখার হেল্পলাইন নাম্বার
Phone: 98175
Mobile: 017555526.
+88-02-44870030
+88-02-44870031
এছাড়াও প্রয়োজনে আপনারা তাদেরকে মেইল পাঠাতে পারেন।
info@tblbd.com